দিনাজপুর

দিনাজপুর সদরে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে ডেমোক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের নাগরিক কমিটি গঠন

প্রিন্ট
দিনাজপুর সদরে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে ডেমোক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের নাগরিক কমিটি গঠন

ছবি : দিনাজপুর সদরে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে ডেমোক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের নাগরিক কমিটি গঠন |


প্রকাশিত : ২৩ জুলাই ২০২৫, সন্ধ্যা ৮:৩৮

জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনের লক্ষ নিয়ে দিনাজপুর সদর উপজেলায় ডেমোক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের নাগরিক কমিটি গঠন করা  হয়েছে। 

২৩ জুলাই বুধবার পল্লীশ্রীর বালুবাড়িস্থ কার্যালয়ে ডেমোক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঠন উপলক্ষে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসকাবের সহসভাপতি, বিশিষ্ট সাংবাদিক, গবেষক আজহারুল আজাদ জুয়েল। সভা সঞ্চালন করেন ফেসিং প্রকল্পের জেলা কর্মসুচি সমন্বয়কারী সৈয়দ শহিদুর রহমান। তাকে সহযোগিতা করেন ফেসিং প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফারুমা খাতুন। 

সৈয়দ শহিদুর রহমান ফেসিং প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে অ্যাডভোকেসী করা, ইস্যু চিহ্নিত ও সমন্বয় করা এবং নাগরিকদের কথা বলার জন্য অরাজনৈতিক প্লাটফর্ম হিসেবে নাগরিক প্লাটফর্ম গঠন করা হচ্ছে। 

অত:পর উপন্যাসিক লায়লা চৌধুরীকে আহ্বায়ক এবং সাংবাদিক আজহারুল আজাদ জুয়েলকে যুগ্ম আহ্বায়ক করে ফেসিং প্রকল্পের সদর উপজেলা নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়। 

নাগরিক প্লাটফর্মের অন্য সদস্যগণ হলেন মকিদ হায়দার, নওশাদ হোসেন, সামিউল আলম, রহিমা পারভীন লাভলী, শাহানাজ পারভীন, লাইলী বেগম, মিজানুর রহমান ডোফুরা, নুরুননাহার বেগম, মাহবুব আলী, আলবিনুস টুডু, জাকিয়া সুলতানা, সানজিদা আখতার ও মো. রাসেল।