বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৬ জন প্রতিবন্ধীকে চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তানভীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সের ৬ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মতামত