ছবি : বীরগঞ্জে ৬ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
দিনাজপুরের খানসামা উপজেলায় এক অবিবাহিত তরুণীর নামে মাতৃত্বকালীন ভাতা তোলার ঘটনায় অবশেষে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। ‘মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত তরুণীর নাম, টাকা যায় ইউপি সদস্যার জামাইয়ের মোবাইলে’-শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশের পর এ পদক্ষেপ নেয় উপজলা প্রশাসন।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের ২৩ জুলাই (বুধবার) স্বাক্ষরিত আদেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্যা মোছা. নুরনাহার বেগমের সুপারিশে অবিবাহিত এক তরুণীর নামে মাতৃত্বকালীন ভাতা অনুমোদন হয়। অভিযোগ রয়েছে, ইউপি সদস্যার জামাতা নিজের মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশের মাধ্যমে সেই ভাতার টাকা উত্তোলন করেন। অথচ ভাতাভোগী হিসেবে দেখানো তরুণী নিজেই জানতেন না যে, তাঁর নামে কোনো ভাতা কার্যক্রম চলছিল।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “বিষয়টি জানার পর প্রাথমিক যাচাই-বাছাই করে অবিবাহিত ওই তরুণীর মাতৃত্ব ভাতা বাতিলের ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মতামত