দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লা খনিতে আউট সোর্সিংয়ে কর্মরত ২৭৬ শ্রমিকের নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর আউট সোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যান পরিষদের উদ্যোগে খনির প্রধান ফটকের সামনে এর আয়োজন করা হয়।
পরে খনি গেটের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করে খনি শ্রমিকরা।
এসময় লিখিত বক্তব্যে সংগঠনের সভপতি আশরাফুল আলম বলেন, দীর্ঘ ২০ বছর অতিবাহিত হলেও খনি কর্তৃপক্ষ নিয়োগ না দিয়ে নানা টালবাহানার মাধ্যমে কালক্ষেপন করে আসছে। ফলে মানবেতর জীবন যাপন করছেন আউট সোর্সিং এর শ্রমিকরা। আগামী ১০ দিনের মধ্যে দাবী আদায় না কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারীও দেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচিতে নারীপুরুষসহ খনির শ্রমিকরা উপস্থিত ছিলেন।
মতামত