দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (১১৬৭) ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে সংগঠনটির সুইহারীস্থ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা মোটর শ্রমিক পরিবহন ইউনিয়নের নির্বাচনের আহ্বায়ক কমিটির আহব্বায়ক আব্দুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, অর্থ সচিব মামুনুর রশীদ, দপ্তর রাশেদুজ্জামান বিপ্লব, সদস্য খোকন, আফজাল হোসেন, স্বাধীন, উদয় চক্রবর্তী, মুজিবুর রহমান মুজিব, হালিম বাবু, সৈয়দ খালিদ, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীগণসহ ইউনিয়নের ভোটাররা উপস্থিত ছিলেন।
পরামর্শ সভায় আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে সাফল্যমন্ডিত করতে সকল ধরনের প্রস্তুতি ও পরিকল্পনা আলোচনা করা হয়।
মতামত