নবাবগঞ্জ

নবাবগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন

প্রিন্ট
নবাবগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর  উদ্বোধন

ছবি : নবাবগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন।


প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, দুপুর ২:৩৯ আপডেট : ২১ জুলাই ২০২৫, দুপুর ২:৪৪

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে 

সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা চত্বরে থেকে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক ।

সহকারি বন সংরক্ষক, দিনাজপুর মোছাঃ নুরুন্নাহার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়,২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতেহ , সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী সহ অনেকেই ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী বন সংরক্ষক ও চরকাই রেঞ্জ কর্মকর্তা তানভীর ইসলাম নাহিদ ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে  মো.আশরাফুল হক বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, গাছ থেকে আমরা ফল পাই। গাছ না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা যত বেশি গাছ লাগাব তত বেশি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। তাই আসুন আমরা সবাই বেশি করে গাছ লাগাই, গাছের যত্ন নেই পরিবেশ বাঁচাই, সবুজ বাংলাদেশ গড়ি ।

তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান।

এবারের মেলায় মোট ৮টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলে বেশিরভাগ গাছে ছিল ঔষধি ও ফলজ । অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে একটি করে পেয়ারার গাছ  বিতরণ করেন।