জাতীয়

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ: মৌখিক পরীক্ষা শুরু ৬ আগস্ট থেকে

প্রিন্ট
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ: মৌখিক পরীক্ষা শুরু ৬ আগস্ট থেকে

ছবি : ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ।


প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, দুপুর ১২:৪১

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন।

রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ফলাফল প্রকাশ করে কমিশন।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৬ আগস্ট ২০২৫ থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে সংবাদমাধ্যম, পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নির্ধারিত সময়ে কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

সদ্য তোলা ৩ কপি রঙিন সত্যায়িত ছবি

এসএসসি, অন্যান্য শিক্ষাগত সনদ, মার্কশিট ও ট্রান্সক্রিপ্ট

জন্মতারিখ প্রমাণে এসএসসি সনদ

বিদেশি ডিগ্রির জন্য সমমানের স্বীকৃতি সনদ

এমবিবিএস ও বিডিএস ডিগ্রির ক্ষেত্রে বিএমডিসি নিবন্ধন

চিকিৎসকের উচ্চতা, ওজন ও বুকের মাপ সংক্রান্ত প্রত্যয়নপত্র

অবতীর্ণদের পরীক্ষার সময় উল্লেখ করে প্রত্যয়নপত্র

চাকরির ক্ষেত্রে ছাড়পত্র বা প্রমাণপত্র

কোটাধারীদের জন্য নির্ধারিত সনদ

জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন / পাসপোর্ট

স্থায়ী ঠিকানার প্রমাণ

অনলাইন ফরম ও পুলিশ ভেরিফিকেশন:

প্রার্থীদের অনলাইনে BPSC Form-3 পূরণ করে দুইটি প্রিন্ট কপি আনতে হবে। পুলিশ ভেরিফিকেশন ফরম (৩ কপি) পূরণ করে জমা দিতে হবে।

ফল জানার নিয়ম (SMS):

PSC 48 [Registration Number] লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফলাফল জানা যাবে। উদাহরণ: PSC 48 123456

গুগল ফরম:

পূর্বে যারা ৪৬তম বা ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন, তাদের ২৩ জুলাই ২০২৫ এর মধ্যে ফরম পূরণ করতে হবে: https://forms.gle/jstW39S12eWi9oBk6

প্রার্থীরা মিথ্যা তথ্য, জাল সনদ বা প্রতারণার আশ্রয় নিলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।