ছবি : নবাবগঞ্জে দীর্ঘদিন থেকে কালভার্ট নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম জনদুর্ভোগ
দিনাজপুরের নবাবগঞ্জ-আফতাবগঞ্জ সড়কে ডাংসের ঘাট নামক স্থানে একটি কালভার্ট নির্মাণ কাজ বন্ধ থাকায় জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
উপজেলার ৩টি ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র ব্যস্ততম ওই সড়কে কালভার্ট নিমার্ণের জন্য খনন করে রাখা হলেও দীর্ঘদিন ধরে সেটি আর নির্মাণ করা হচ্ছে না। ফলে ওই সড়কে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েকদিন পূর্বে ওই কালভার্টের বিকল্প পথে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।
কাজটি বন্ধ থাকার বিষয়ে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের ফুলবাড়ী উপ-বিভাগীয়প্রকৌশলী মো. আমান উল্লাহ আমান জানান, ওই সড়কে আফতাবগঞ্জ এলাকায় আরও একটি কালভার্ট নির্মাণ কাজ রয়েছে।
ওই কালভার্ট নির্মাণ কাজের সময় স্থানীয়দের সাথে ঠিকাদারের ঝামেলা হয়। তারা ঠিকাদারের মেশিন আটক করে রাখে। সেই থেকে কাজ বন্ধ হয়ে আছে। ঠিকাদার এ ব্যাপারে দিনাজপুর নির্বাহী প্রকৌশলীকে অবহিত করে প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন।
ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মতামত