জুলাই অভ্যুত্থানের শহীদের স্মরণে দিনাজপুরে একযোগে ৮ লাখ বৃক্ষ চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর গোর-এ শহীদ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
পরে তিনি উপজেলা পর্যায়ে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের টিকলির মাঠে অংশ নেন। কয়েক'শ একর গোচারণ ভূমির রাস্তার পাশে দুই হাজার বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ইউপি চেয়ারম্যান গুলজার হুসেন, ইউপি সচিব আসাদুজ্জামান, ইউপি সদস্য সারোয়ার জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, প্রায় তিন মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য যারা দায়িত্বে রয়েছেন তারা চারা সংগ্রহ করেছেন। আজকে একযোগে জেলার ১৩ টি থানার ১০৩ টি ইউনিয়ন ও ৯ টি পৌরসভায় এই কর্মসূচি চলছে। পৃথিবীকে সুন্দর স্বাভাবিক রাখতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন খুবই গুরুত্বপূর্ণ। আজকে যেসব চারা রোপন করা হচ্ছে সেগুলো যেন বড় হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এসময় সকলের প্রতি কমপক্ষে একটি করে গাছ লাগানোর আহ্বান ও
জানান তিনি।
মতামত