নবাবগঞ্জ

নবাবগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, রংপুর থেকে উদ্ধার, যুবক গ্রেফতার

প্রিন্ট
নবাবগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, রংপুর থেকে উদ্ধার, যুবক গ্রেফতার

ছবি : নবাবগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, রংপুর থেকে উদ্ধার, যুবক গ্রেফতার।


প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, রাত ১২:৪৬ আপডেট : ২০ জুলাই ২০২৫, রাত ১:১১

দিনাজপুরের নবাবগঞ্জ থেকে অপহৃত এক কিশোরীকে (১৬) রংপুরের হারাগাছ থানা এলাকা থেকে উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে রংপুরের হারাগাছ থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। একই সময়ে বিরামপুর উপজেলার রতনপুর গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে বাধন সরকার (২৪) কে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, গত ২৩ জুন সকালে নবাবগঞ্জ উপজেলার কিশোরীটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে কাঁচদহ ব্রিজ এলাকা থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার ২৫ দিন পর, শুক্রবার কিশোরীর বাবা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় অপহরণ ও সহায়তার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশের একটি দল প্রযুক্তির সহায়তায় রংপুরের হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত বাধন সরকারকে গ্রেফতার করে।