বীরগঞ্জ

পরিবেশ সুরক্ষায় বীরগঞ্জ প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রিন্ট
পরিবেশ সুরক্ষায় বীরগঞ্জ প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি : পরিবেশ সুরক্ষায় বীরগঞ্জ প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি।


প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:৫২

দিনাজপুর জেলায় ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ উপজেলায় এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।  

শনিবার (১৯ জুলাই ২০২৫) সকাল ১১টায় বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বীরগঞ্জ পৌরসভায় ৮৪,০০০ বৃক্ষরোপণ শুভ উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। 

এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ূন আহমেদ, সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জিব্রিল আহমেদ, ছাত্র সমাজ ছাত্র-ছাত্রী ও স্থানীয় কেন প্রতিনিধিবৃন্দ। 

 উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি পরিবেশগত উদ্যোগই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও সবুজ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার। তিনি সকলের সহযোগিতা কামনা করে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।