চিরিরবন্দর

চিরিরবন্দরে ৮৪ হাজার ফলজ ও বনজ গাছ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রিন্ট
চিরিরবন্দরে ৮৪ হাজার ফলজ ও বনজ গাছ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ছবি : চিরিরবন্দরে ৮৪ হাজার ফলজ ও বনজ গাছ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন


প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৩

দিনাজপুর জেলায় ৮ লক্ষ গাছের চারা রোপনের অংশ হিসেবে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইউনিয়নে ৭ হাজার করে ১২টি ইউনিয়নে ৮৪ হাজার ফলজ ও বনজ গাছ রোপণ কর্মসূচি-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৯ই জুলাই ) উপজেলার সাইতাড়া ইউনিয়নের কাকড়া নদীস্থ কামারকুটি কাঞ্চনা চরে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা এসময় উপজেলা বন বিভাগের কর্মকর্তা ও উপজেলা সমবায় অফিসার ,সাইতাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলামসহ সাইতাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন ।

এছাড়াও চিরিরবন্দর শিশু পার্ক, শহিদ সুমন স্টেডিয়াম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কবরস্থান, ফাঁকা জায়গা ও রাস্তার ধারে গাছের চারা রোপণ করেন।