ছবি : বীরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচার দাবি এবং গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার সাধারণ ছাত্র জনতার আয়োজনে পুরাতন শহীদ মিনার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বিজয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাড মো: চাঁন মিয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক মোঃ আল-আমিন, জেমিয়ন রায়,
উপজেলা প্রতিনিধি আবু বক্কর সুমনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণতন্ত্রের পথে যারা সংগ্রাম করে, তাদের উপর হামলা কখনোই মেনে নেওয়া যাবে না।
মতামত