শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বোচাগঞ্জ পৌর এলাকার বাশহাটিতে পাবলিক টয়লেটের পাশ থেকে এটি উদ্ধার করা হয়।
জানা গেছে, কখন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ সেনাবাহিনীর যৌথ টিম বোচাগঞ্জ পৌরসভার অন্তর্গত বাশহাটি এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করেন। এসময় একটি পাবলিক টয়লেটের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন রিভলবার) উদ্ধার করেন। পরে সেটি জব্দ করে পুলিশ।
বিষয়টি দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
মতামত