ছবি : চূড়ান্ত সংকটের পথে ইরান–ইউরোপ সম্পর্ক।
ইউরোপের পক্ষ থেকে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা কার্যকর করার কোনো উদ্যোগ নেওয়া হলে ইরান ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে আসার দিকেও এগোতে পারে। ইরানের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এমন আশঙ্কার কথা জানিয়েছে।
এমন প্রেক্ষাপটে ফ্রান্সের ঘোষণা, আগস্টের শেষ নাগাদ পরমাণু চুক্তি নিয়ে ইরানের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না এলে তারা জাতিসংঘের অধীনে থাকা ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা সক্রিয় করবে।
সাজা স্থগিতের আবেদন জানালেন পলাতক যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদসাজা স্থগিতের আবেদন জানালেন পলাতক যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদ
গতকাল মঙ্গলবার ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় ইরান যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা লঙ্ঘন করেছে। ফলে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির (ই৩) পক্ষে বৈশ্বিক অস্ত্র, ব্যাংক ও পারমাণবিক প্রযুক্তি নিষেধাজ্ঞা পুনর্বহালের যৌক্তিকতা রয়েছে।
তিনি আরও বলেন, ‘ইরানের পক্ষ থেকে স্পষ্ট, যাচাইকৃত এবং দৃশ্যমান অঙ্গীকার না থাকলে আগস্টের শেষের মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করব।’
তেহরানভিত্তিক তাসনিমের ভাষ্য, ইরান বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং প্রয়োজনে সেটি ৯০ শতাংশে নিয়ে যাওয়া হতে পারে। পাশাপাশি, এই মজুদকৃত ইউরেনিয়াম এমন সামরিক কাজে লাগানো হতে পারে, যা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ নয়।
তাদের মতে, এনপিটি থেকে বেরিয়ে যাওয়া হবে একটি বড় সিদ্ধান্ত, তবে পরিস্থিতির বিবেচনায় তা এখন আর অবাস্তব নয়।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক গত সপ্তাহে এক বক্তব্যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা পুনরায় চালু করলে সেটিকে ইরান সামরিক হামলার সমতুল্য মনে করবে।
‘এটি হবে ইউরোপের জন্য একটি ঐতিহাসিক ভুল, যার ফলে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইউরোপের ভূমিকার অবসান ঘটবে,’—বলেছেন আরাগচি।
তাসনিমের প্রতিবেদনেও এমনই সুর। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক অবকাঠামোতে আঘাত এবং ইউরোপের নিষ্ক্রিয় অবস্থান—এই দুইয়ে মিলে তেহরানের কৌশলগত অবস্থান পাল্টে দিয়েছে। ‘রাজনৈতিক ধৈর্য’-এর জায়গায় এখন এসেছে ‘কৌশলগত প্রতিরোধ’।
গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে ৬১ ফিলিস্তিনি নিহতগাজায় ইসরায়েলি হামলায় নতুন করে ৬১ ফিলিস্তিনি নিহত
তাসনিম জানিয়েছে, ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ বন্ধ না করে বরং আরও জোরদার করবে। উন্নততর সেন্ট্রিফিউজ বসানো হবে, ইউরেনিয়াম ধাতু উৎপাদন সংক্রান্ত গবেষণাও সম্প্রসারিত হবে। পাশাপাশি, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে তেহরানের বিদ্যমান সহযোগিতা সীমিত করা হতে পারে।
তাসনিম বলেছে, ‘এই পদক্ষেপগুলো আইনসিদ্ধ এবং পরিস্থিতির তুলনায় যথোপযুক্ত।’ একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে—পশ্চিমা চাপ যদি অব্যাহত থাকে, তবে এর জবাব ছাড়াও থাকবে না।
সূত্র: তাসনিম নিউজ, রয়টার্স
মতামত