সারাদেশ

পার্বতীপুরে ব্যাংকে রহস্যজনক অগ্নিকান্ড

প্রিন্ট
পার্বতীপুরে ব্যাংকে রহস্যজনক অগ্নিকান্ড

ছবি : পার্বতীপুরে ব্যাংকে রহস্যজনক অগ্নিকান্ড


প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, রাত ১১:০৪


দিনাজপুরের পার্বতীপুরে ওয়ান ব্যাংকে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধায় কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত ব্যাংকের শাখায় এ দূর্ঘটনা ঘটে।

ব্যাংকের অফিসার গ্রেড-৩ মোঃ শাহ জালাল জানান, সন্ধ্যা ৭ টার দিকে বন্ধ থাকা ব্যাংক থেকে ধোয়া বের হতে দেখতে পান নৈশ্যপ্রহরী। খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় ব্যাংকের এমআইসিআর মেশিন ও ব্যাংকের সিলিং পুড়ে যায়। 

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক নৃপেন্দ্র নাথ  জানান, খবর পেয়ে তাৎক্ষনিক সেনা ক্যাম্পের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।


পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার হেমায়েল কবির জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিক ভাবে ইলেক্ট্রনিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা কথা জানিয়েছেন এই কর্মকর্তা।