ছবি : মালয়েশিয়া প্রবাসী তোফায়েল আহমেদের হাত ধরে রংপুরে শিক্ষার্থীদের জন্য এজেন্সি|
১২ জুলাই ২০২৫, শনিবার – রংপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মালয়েশিয়া প্রবাসী তোফায়েল আহমেদের প্রতিষ্ঠিত এজেন্সি "TS TOUR & TRAVELS"। এজেন্সির মাধ্যমে এখন থেকে রংপুরসহ উত্তরবঙ্গের শিক্ষার্থীরা সরাসরি মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবে।
তোফায়েল আহমেদ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার একজন কৃতি সন্তান ও সমাজসেবী ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং সেখানে তাঁর মূল ব্যবসা হোটেল খাতের সঙ্গে জড়িত। পাশাপাশি তিনি ২০২০ সাল থেকে "TS TOUR & TRAVELS " নামের একটি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শিক্ষার্থীদের পাঠানোর কাজ করছেন। ইতোমধ্যে বহু শিক্ষার্থীর সফলভাবে মালয়েশিয়ায় ভর্তি ও ভিসা প্রসেস সম্পন্ন করেছেন তিনি।
শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, এই এজেন্সি থেকে দেশ-বিদেশের বিভিন্ন ট্যুর প্যাকেজ, সকল ধরনের এয়ারলাইন্স টিকিট এবং ওমরাহ প্যাকেজও পাওয়া যাবে।
তোফায়েল আহমেদের মতে, "উত্তরবঙ্গে উচ্চশিক্ষা সংক্রান্ত সঠিক পরামর্শ ও গাইডলাইন দেওয়ার মতো কোনো ভালো এজেন্সি নেই। অনেক শিক্ষার্থীকে এই জন্য ঢাকায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।"
এই সমস্যার কথা মাথায় রেখেই তিনি রংপুরে নতুন শাখা চালুর সিদ্ধান্ত নেন। ১২ জুলাই তারিখে রংপুরে তাঁর এজেন্সির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়, যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দরের স্থানীয়রা জানান, তোফায়েল আহমেদ শুধু একজন সফল ব্যবসায়ীই নন, বরং একজন মানবিক ও সাহায্যপ্রবণ মানুষ। তিনি তাঁর এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন সব সময়।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, "TS TOUR & TRAVELS" রংপুরে শিক্ষার্থীদের জন্য এক নতুন সুযোগের দুয়ার খুলে দেবে। যেসব শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করতে আগ্রহী, তারা এখন আর ঢাকায় না গিয়েও এখান থেকেই সকল সহযোগিতা পাবে।
উত্তরবঙ্গের মানুষের জন্য এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আশা করা হচ্ছে, “TS TOUR & TRAVELS” রংপুরে সফলভাবে পরিচালিত হবে এবং অনেক শিক্ষার্থী ও পর্যটকের জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
মালয়েশিয়া অফিসের ঠিকানা:
মারকু সামার স্যুইট, জালান চেনডানা, জালান সুলতান ইসমাইল, ৫০২৫০
কুয়ালালামপুর, মালয়েশিয়া।
কল / Whatspp:
+60177085596
বাংলাদেশ অফিসের ঠিকানা: বাড়ি#67, শহীদ মোসলেম উদ্দিন ছাএাবাস গলি, সেন্ট্রাল রোড, পায়রা চত্বর, রংপুর
কল/ Whatspp: +8801341462233
Email address: info@tstourtravels.com
মতামত