দিনাজপুর

পরকীয়ার জেরে পারিবারিক কলহ, খানসামায় এক গৃহবধূর আত্মহত্যা

প্রিন্ট
পরকীয়ার জেরে পারিবারিক কলহ, খানসামায় এক গৃহবধূর আত্মহত্যা

ছবি : এক গৃহবধূর আত্মহত্যা।


প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, বিকাল ৫:২০

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুবলিয়া দোলাপাড়া গ্রামে লাবনী আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার ছাইদুল ইসলামের স্ত্রী।

আজ সোমবার (১৪ জুলাই) সকালে শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পরিবারের মাধ্যমে আপোষ-মীমাংসার চেষ্টা হয়।

সম্প্রতি লাবনী আক্তার ২০ দিন ধরে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পরে তাঁর খোঁজ মিললে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের মধ্যস্থতায় গত ১৩ জুলাই স্বামী ছাইদুল ইসলাম তাঁকে বাড়িতে নিয়ে আসেন।

পরদিন সকালে স্বামী কর্মস্থলে (ফতেজংপুর ইপিজেড) চলে গেলে, লাবনী নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে, আত্মহত্যা করেন। পরে শাশুড়ি ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

নিহত লাবনীর বাবার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে। পিতার নাম মো. মোস্তাকিম।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমূল হক বলেন, "খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পারিবারিক কলহ ছিল বলে জানা গেলেও পরকীয়ার বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।"