বিনোদন

হাসপাতালে ভর্তি কিয়ারা আদভানি

প্রিন্ট
হাসপাতালে ভর্তি কিয়ারা আদভানি

ছবি : কিয়ারা আদভানি


প্রকাশিত : ১৩ জুলাই ২০২৫, সকাল ১০:৫৫

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি হঠাৎ করে হাসপাতালে ভর্তি হয়েছেন। মেট গালায় গর্ভবতী অবস্থায় অংশ নিয়ে নজর কাড়ার পর থেকে বেশ আড়ালেই ছিলেন। মাঝেমধ্যে বাইরে এলেও থাকতেন ছাতার আড়ালে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, স্বামী সিদ্ধার্থ মালহোত্রা ও শাশুড়ির সঙ্গে মুম্বাইয়ের একটি হাসপাতালে প্রবেশ করছেন কিয়ারা। ভিডিওতে সিদ্ধার্থ ছাতা দিয়ে স্ত্রীকে আড়াল করার চেষ্টা করেন। কিয়ারা ঢিলেঢালা হলুদ রঙের শার্টে ছিলেন এবং দেখে বোঝা যাচ্ছিল, তিনি ভর্তি হচ্ছেন।

ভিডিওতে সিদ্ধার্থের মুখে চাপা উদ্বেগ স্পষ্ট ছিল, যদিও তার মা হাসিমুখেই হাসপাতালে প্রবেশ করেন। কিয়ারার বাবাকেও সেখানে উপস্থিত দেখা গেছে।

এই ভিডিও ঘিরে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন, খুব শিগগিরই সুখবর আসতে চলেছে– হয়তো সন্তান জন্মের মুহূর্ত চলে এসেছে। কেউ কেউ আবার বলছেন, এটা হতে পারে কেবল রুটিন চেকআপ। তবে আসল বিষয়টি খুব শিগগিরই পরিষ্কার হয়ে যাবে বলে ধারণা।

প্রসঙ্গত, ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘ প্রেমের পর ২০২৩ সালে রাজকীয় আয়োজনে তারা বিয়ে করেন। চলতি বছরের মার্চে তারা জানান, তাদের ঘরে আসছে নতুন অতিথি। এরপর থেকেই ভক্তরা অধীর অপেক্ষায় দিন গুনছেন।