ছবি : ক্যানসার জয় করে ফুটবলে ফিরতে চান ফন গাল।
প্রোস্টেট ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে এখন পুরোপুরি সুস্থ লুই ফন গাল। সুস্থ হয়ে উঠেই আবারও ফুটবলের ব্যস্ত জগতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই ডাচ কোচ। শিগগিরই কোচিংয়ে ফেরার আশায় আছেন তিনি, তবে এবার নজর শীর্ষ কোনো জাতীয় দলের দায়িত্বে।
তিন বছর আগে নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছিলেন ফন গাল। তখন তিনি ছিলেন নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ। এরপর ২০২২ কাতার বিশ্বকাপের পর কোচিং থেকে সরে দাঁড়ান। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের ধাপ পেরিয়ে এখন আবারও ফিট হয়ে উঠছেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি একটি ডাচ টেলিভিশন টক শোতে ফন খাল বলেন, ‘দুই বছর আগে কয়েকটি অস্ত্রোপচার করাতে হয়েছিল। তখন আমার অবস্থা বেশ খারাপ ছিল। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা কাজে দিয়েছে। নিয়মিত চেকআপে দেখা গেছে, আমি ধীরে ধীরে আরও সুস্থ হচ্ছি, নিজেকে আগের চেয়ে অনেক ভালো লাগছে।’
৭৩ বছর বয়সী ফন খালের কোচিং ক্যারিয়ার বিস্ময়কর সাফল্যে ভরপুর। আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে দায়িত্ব পালন করেছেন তিনি। তিন দফায় ছিলেন নেদারল্যান্ডস দলের কোচ।
বর্তমানে তিনি আয়াক্স ক্লাবে বিশেষ পরামর্শকের ভূমিকায় আছেন, তবে ক্লাব ফুটবলে আর কোচিংয়ে ফিরতে চান না ফন খাল। তার লক্ষ্য এবার শীর্ষ স্তরের কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়া।
ক্লাব ক্যারিয়ারে আয়াক্সের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লিগ শিরোপা, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়েও লিগসহ নানা ট্রফি জয় করেছেন তিনি। এবার নতুন অধ্যায়ে ফেরার অপেক্ষায় এই অভিজ্ঞ কোচ।
মতামত