নবাবগঞ্জ

নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় হতাশা সহ্য করতে না পেরে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রিন্ট
নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় হতাশা সহ্য করতে না পেরে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, রাত ১০:৫৩ আপডেট : ১০ জুলাই ২০২৫, রাত ১১:০২

দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হতাশা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে রিতা মনি (১৬) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রিতা মনি স্থানীয় দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নেয়। ফলাফলে সে এক বিষয়ে অকৃতকার্য হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে।

স্থানীয় ইউপি সদস্য তফুর উদ্দিন জানান, রিতা ফলাফল জানার পরপরই ঘরে থাকা কিটনাশক পান করে। অসুস্থ অবস্থায় সে মোবাইল ফোনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাকে বিষপানের বিষয়টি জানায়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রিতা মনি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই বলছেন, পরীক্ষায় ব্যর্থতা মানেই জীবন শেষ নয়—এ বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি।