খানসামা

খানসামায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত ২৭টি এতিমখানায় চেক বিতরণ

প্রিন্ট
খানসামায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত ২৭টি এতিমখানায় চেক বিতরণ

প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, সন্ধ্যা ৮:১৪



দিনাজপুরের খানসামা উপজেলায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত ২৭টি বেসরকারি এতিমখানায় চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তমিজুল ইসলাম।

চেক বিতরণ অনুষ্ঠানে ৬ মাসের ভরণপোষণের জন্য উপজেলার ২৭ টি এতিমখানার প্রতিনিধিদের হাতে ৬৭৫ জন ছাত্রের জন্য ৮১ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। 

বক্তারা বলেন, সরকার এতিম শিশুদের সুরক্ষা ও উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত রেখেছে, যাতে তারা সমাজের মূলধারায় নিজেদের গড়ে তুলতে পারে।