চিরিরবন্দর

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী লিপি'র মর্মান্তিক মৃত্যু

প্রিন্ট
চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী লিপি'র মর্মান্তিক মৃত্যু

ছবি : চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী লিপি'র মর্মান্তিক মৃত্যু।


প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, দুপুর ১২:১৬

দিনাজপুর -সৈয়দপুর সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক নারী ইপিজেড কর্মী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফতেজংপুরে এই দূর্ঘটনা ঘটে। নিহত আরোহীর নাম লিপি রানী রায় (২১)।

তিনি চিরিরবন্দরের আলোকডিহি গ্রামের জীবন রায়ের স্ত্রী। দূর্ঘটনায় লিপির কোমর থেকে পা পর্যন্ত থেতলে গেছে। মুমুর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাগঞ্জে মারা যায়।

দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ তারা বাড়িতে নিয়ে গেছে। মামলা প্রক্রিয়াধীন।