হাকিমপুর

আদালতের নির্দেশে হাকিমপুরে ১৫ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

প্রিন্ট
আদালতের নির্দেশে হাকিমপুরে ১৫ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

প্রকাশিত : ৯ জুলাই ২০২৫, বিকাল ৫:৫৩



দিনাজপুরের হাকিমপুরে দাফন করার প্রায় ১৫ মাস পর হাবিবুর রহমান নামের এক ব্যাক্তির লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলার কাকড়াঁপালি কবর স্থান থেকে নির্বাহী ম্যাজিট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতিতে দিনাজপুর সিআইডি পুলিশ তার লাশ উত্তোলন করেন। 

সিআইডি পুলিশের এসআই আসাদ হোসেন জানান, হাবিবুর রহমান ২০২৪ সালের ২৭ এপ্রিল জমি-জমা সংক্রান্ত বিবাদে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে হাবিবুর রহমানের মেয়ে ববিতা খাতুন বাদি হয়ে একই গ্রামের মনোয়ার হোসেন ও তার স্ত্রীর নামে আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে আজ বুধবার হাবিবুর রহমানের লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে বলে জানান তিনি।