ছবি : খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ কোম্পানি ও ডায়াগনস্টিক প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা|
দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পাকেরহাট) চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় ওষুধ কোম্পানি ও প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৯ জুলাই) সকালে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, মূল ভবন ও বিভিন্ন বিভাগে দুটি জরুরী বিজ্ঞপ্তি টানানো হয়েছে। এতে লেখা রয়েছে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে প্রতি রবিবার ও মঙ্গলবার ছাড়া অন্য দিনে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা জরুরি বিভাগ, বহিঃ ও অন্তঃবিভাগে প্রবেশ করতে পারবেন না। রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
অন্য বিজ্ঞপ্তিতে, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদেরও স্বাস্থ্যসেবা চলাকালীন সময়ে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন "ইতিপূর্বে মৌখিকভাবে নিষেধ করার পরও তাঁরা অহেতুক চিকিৎসকদের কক্ষে ঘোরাফেরা করছিলেন। এতে সেবা ব্যাহত হচ্ছিল, যা সরকারি কাজে প্রতিবন্ধকতার শামিল। তাই এই নির্দেশনা জারি করা হয়েছে। "
মতামত