ছবি : নবাবগঞ্জে ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে এক দোকানিকে জরিমানা।
দিনাজপুরের নবাবগঞ্জে চিকিৎসকের জন্য দেয়া বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৯ জুলাই) দুপুর ১ টায় উপজেলার থানা গেট সংলগ্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক তাদের এই জরিমানা করেন। এসময় সেখানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইউএনও আশরাফুল হক বলেন, চিকিৎসকের জন্য ফিজিশিয়ান স্যাম্পল হিসেবে দেয়া বিনামূল্যের ওষুধ খোলা বাজারে বিক্রয় করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে নিয়ে উপজেলার থানা গেট সংলগ্ন একটি ঔষধের দোকানে অভিযান চালানো হয়। এসময় একটি ওষুধের দোকানে বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রয় করা হচ্ছিল।
এই অপরাধে দোকান মালিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতামত