নবাবগঞ্জ

নবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

প্রিন্ট
নবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

ছবি : নবাবগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ।


প্রকাশিত : ৮ জুলাই ২০২৫, বিকাল ৩:৪৯ আপডেট : ৮ জুলাই ২০২৫, বিকাল ৩:৫২

দিনাজপুরের নবাবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে গৃহ নির্মাণের জন্য প্রতি জনকে ২ বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয়েছে। টিন ও চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হক। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফয়েজ ইমতিয়াজ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক  জানান, আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করা হয়। জনপ্রতিনিধিদের মাধ্যেমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়।