ঠাকুরগাঁও

রাণীশংকৈলে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

প্রিন্ট
রাণীশংকৈলে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি : রাণীশংকৈলে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার।


প্রকাশিত : ৮ জুলাই ২০২৫, সকাল ১০:০৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না (৪৪) কে পূর্বের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) রাত সাড়ে সাত টায় পৌরশহর শিবদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শাহারিয়ার আজম মুন্না কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সবশেষ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্যের দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি বিস্ফোরক দ্রব্য আইনে রাণীশংকৈল থানার মামলা হয়। এ মামলায় অন্য আসামিদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্নাকেও আসামি করা হয়। এরআগে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পলাতক ছিলেন সাবেক শাহারিয়ার আজম মুন্না। 

ওসি আরশেদুল হক আরও জানান, রাণীশংকৈল উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহারিয়ার আজম মুন্না সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে গোপনে লিফলেট বিতরণের চেষ্টা করে। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলাও হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।