ছবি : বিরামপুরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক-২।
অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগে দিনাজপুরের বিরামপুরের এক ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে তাদের নিজ বাসা থেকে গ্রেফতার করে বিরামপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌরসভার সারাংগপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মাসুদুর রহমান (৫২)। এদের মধ্যে আব্দুল মালেক মন্ডল দিওড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং মাসুদুর রহমান পৌর যুবলীগের সদস্য।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতা চালিয়ে বিভিন্ন স্থাপনায় ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগ থাকায় ২জনকে আটক করা হয়। সোমবার সকালে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত