ছবি : নবাবগঞ্জে ৯০০ পিস প্যাথেডিন ইনজেকশন সহ দুই মাদক ব্যবসায়ী আটক।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৯০০ পিস প্যাথেডিন ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
রোববার রাত ১১টার দিকে নবাবগঞ্জ সিএনজি স্ট্যান্ডের বিপরীত দিক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – সাথী বেগম (২৬) ও জাহাঙ্গীর আলম (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইনজেকশনসহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মতামত