দিনাজপুর

দিনাজপুর শহর জামায়াতের সাবেক আমীর মুস্তাফিজুর রহমানের ইন্তিকাল

প্রিন্ট
দিনাজপুর শহর জামায়াতের সাবেক আমীর মুস্তাফিজুর রহমানের ইন্তিকাল

ছবি : দিনাজপুর শহর জামায়াতের সাবেক আমীর মুস্তাফিজুর রহমানের ইন্তিকাল।


প্রকাশিত : ৬ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭:৩২

দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক জেলা কর্ম পরিষদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ মুস্তাফিজুর রহমান (৮৬) আজ রোববার দুপুরে তিনি নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি  ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ কন্যা ও ৪ পুত্র সন্তান, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

আজ বাদ মাগরিব দিনাজপুর লালবাগ গোরস্থান মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে লালবাগ গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। 

মরহুম মুস্তাফিজুর রহমান দিনাজপুরের ইসলামী আন্দোলনের একজন আলোকবর্তিকা ছিলেন। তিনি জামায়াতে ইসলামীকে দিনাজপুরসহ এ অঞ্চলে পরিচিত ও প্রতিষ্ঠিত করতে একনিষ্টভাবে কাজ করে গেছেন। তরতাজা যুবক বয়স থেকেই তিনি কুরআনের সঙ্গে এবং ইসলামী আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ৯০’র দশকে কঠিন সময়গুলোতে তিনি সংগঠনকে অনন্যভাবে সহযোগিতা করেছেন। জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রায় সকলেই কম-বেশি তার বাড়ীতে গিয়েছেন, রাত্রীযাপন করেছেন। তিল তিল করে সংগঠনকে বিস্তৃত করার কাজে সহযোগিতা করে গেছেন। শুধু সংগঠনই নয়, সামাজিক কাজেও তিনি ছিলেন অগ্রভাগে। তিনি দিনাজপুরের তানজিমুল মিল্লাত ট্রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা। পাটুয়াপাড়া দারুস সালাত জামে মসজিদের সাবেক সভাপতি। শহরের স্টেশন রোডে লাকী ফার্মেসী নামের একটি ঔষধের দোকানের তিনি স্বত্ত্বাধিকারী ছিলেন। মরহুম মুস্তাফিজুর রহমানের আপন ভাই শহীদ আসাদুর রহমান ও শহীদ মিজানুর রহমান ৭১’র মুক্তিযুদ্ধে শহীদ হোন।

তাঁর মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারী মুহাদ্দিস ড. এনামুল হক, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন ও শহর সেক্রেটারী কামরুল হাসান রাসেল। নেতৃবৃন্দ পৃথক পৃথক শোক বার্তায় বলেন, মুস্তাফিজুর রহমান ছিলেন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের একজন একনিষ্ঠ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ নেতা। শহর আমীর হিসেবে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, সংগঠনপ্রেম ও নিরলস পরিশ্রম সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, মরহুম মুস্তাফিজুর রহমান যাবত বার্ধক্যজনিক নানান জটিল রোগে ভুগছিলেন।