ছবি : প্রতীকী ছবি।
দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে জনক রায় (২) নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গোবিন্দ চেয়ারম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনক রাম রায় ওই এলাকার লিটু রাম রায়ের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলতে খেলতে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জনক। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন, তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমূল হক আজকের পত্রিকাকে বলেন, “গত দুই দিনে উপজেলায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ধরনের মৃত্যু প্রতিরোধে সকলের সচেতনতা এখন অত্যন্ত জরুরি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক ও সজাগ হতে হবে।”
মতামত