হাকিমপুর

শহীদ আবু সাইদ, মুগ্ধ ওয়াসিমরা রক্ত দিয়েছে শুধু স্থানীয় নির্বাচনের জন্য না- ডাঃ জাহিদ হোসেন

প্রিন্ট
শহীদ আবু সাইদ, মুগ্ধ ওয়াসিমরা রক্ত দিয়েছে শুধু স্থানীয় নির্বাচনের জন্য না- ডাঃ জাহিদ হোসেন

ছবি : শহীদ আবু সাইদ, মুগ্ধ ওয়াসিমরা রক্ত দিয়েছে শুধু স্থানীয় নির্বাচনের জন্য না- ডাঃ জাহিদ হোসেন।


প্রকাশিত : ৬ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭:১১

জাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে। ২৪শের জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা রক্ত দিয়েছে শুধুমাত্র স্থানীয় নির্বাচনের জন্য না।দেশের মানুষের গণতন্ত্র ফেরত পাওয়ার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন। 

আজ রোববার বিকেল ৩টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে "গাছ লাগান পরিবেশ বাঁচান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই " এই স্লোগানে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, পাশের দেশ ফারাক্কা বাঁধ দিয়ে পানি আটকে রেখে উত্তরাঞ্চলকে মরুভূমিতে রূপান্তরিত করতে চায়। তাই পানি পেতে হলে বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। সংস্কার নিয়ে যারা কথা বলেন তাদেরকে বলতে চাই সংস্কারের মধ্য দিয়েই বিএনপি রাজনীতি করে। আপনারা যে প্রস্তাব এখন দিচ্ছেন বিএনপি তা বহু আগে দিয়েছে।কাজেই বিএনপিকে সংস্কার শিখাতে আসবেন না।

যারা বিএনপির সমালোচনা করেন,তারা সমালোচনা না করে ঐক্যবদ্ধ হোন, ঐক্যবদ্ধ জাতি ৫ই আগস্ট তৈরি করেছিলো,যদি অনঐক্য হোন তাহলে স্বৈরাচারের দল ছিদ্র দিয়ে দেশে ঢুকে যাবে। ১৯৭৪ সালের কালাকানুন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সরিয়েছেন এছাড়াও শহীদ জিয়ার আমলে রঙিন টেলিভিশন আর বেগম খালেদা জিয়ার আমলে আকাশ সংস্কৃতি উম্মুক্ত করা হয়েছিল বলেই দেশী-বিদেশী টেলিভিশন চ্যানেল দেখতে পান আপনারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে এবং দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় ১ লক্ষ বৃক্ষ রোপণ করা হবে বলে জানান তিনি।

এসময় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল,পৌর বিএনপির সভাপতি ফরিদ খাঁন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ উপজেলা, পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।