অর্থনীতি

হিলি স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ

প্রিন্ট
হিলি স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ

ছবি : হিলি স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ।


প্রকাশিত : ৬ জুলাই ২০২৫, সকাল ১১:৫৩

পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার।

আজ রোববার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। 

তিনি জানান, পবিত্র আশুরা উপলক্ষে আজ রবিবার সকাল থেকে এই বন্দরে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার (৭ জুন) সকাল থেকে আবারো বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি- রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন, পবিত্র আশুরা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এই পথে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।