দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রাঘবেন্দ্রপুর (আকন্দপাড়া) গ্রামে একটি গরুর ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার আকস্মিকভাবে ঘরে আগুন লেগে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসী জানায়, ঘরের ভিতরে থাকা ছোট একটি বৈদ্যুতিক ফ্যানের লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে গোফফার মাওলানার গরুর ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরে থাকা মালামালও আগুনে ভস্মীভূত হয়।
ঘটনার সময় পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়।
এ বিষয়ে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে, তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।
এলাকাবাসী জানিয়েছেন, গোফফার মাওলানার পরিবার দীর্ঘদিন ধরে গবাদিপশু পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। এই অগ্নিকাণ্ডে তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে।
পূর্ব সতর্কতা ও বৈদ্যুতিক সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।