ছবি : নবাবগঞ্জে চালকলের মিটার চুরি করে মিটার ফিরে পেতে রেখে গেছে বিকাশ নম্বর।
দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে ৯টি চালকল থেকে বিদ্যুতের মিটার চুরি হয়েছে। তবে সেখানে বিদ্যুতের খুঁটির নিচে চিরকুটে মুঠোফোন নম্বর দিয়ে গেছে চোর চক্র। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের মনিরামপুর গ্রাম ও নবাবগঞ্জ উপজেলা সদরে হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে মেসার্স তামিজ হাসকিং মিলের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামানসহ ভুক্তভোগীরা নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে তাঁরা বলেন, চিরকুটে লেখা নম্বরে যোগাযোগ করেছিলেন। মিটার ফিরে পেতে তিন হাজার থেকে আট হাজার টাকা দাবি করেছে চোর চক্র।
ভুক্তভোগী মো. মনিরুজ্জামান বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত চালকল মিলে বিদ্যুতের সংযোগ ছিল। পরে ওই রাতে বৃষ্টি শুরু হয়। তখন বাড়িতে শুয়েছিলাম। রাত তিনটার দিকে চালকল চালু করতে গিয়ে দেখি, কারেন্টের লাইন নেই। কারেন্টের পোলে গিয়ে দেখি মিটার নেই।
মো. মনিরুজ্জামান আরও বলেন, ‘পরে গ্রামে খোঁজ নিয়ে জানতে পারি, মঙ্গলবার রাতে মনিরামপুর গ্রাম থেকে সাতটি ও উপজেলা শহরে হাসপাতালের সামনে একটি মহল্লার দুটিসহ বিদ্যুতের মোট নয়টি মিটার চুরি হয়েছে। আর বিদ্যুতের মিটার চুরির পর বিদ্যুতের প্রতিটি খুঁটির নিচে একটি চিরকুটে বিকাশ নম্বর দেওয়া ছিল। বিদ্যুতের খুঁটির নিচে রেখে যাওয়া চিরকুটে দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করেছি। মিটার ফেরত দিতে চোর চক্র আমার কাছে আট হাজার টাকা দাবি করেছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন বলেন, উপজেলার দুটি এলাকায় বিদ্যুতের মিটার চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী ব্যক্তিদের শনাক্ত করা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত