নবাবগঞ্জ

নবাবগঞ্জে এক রাতে ৫টি গরু চুরি নিরব প্রশাসন

প্রিন্ট
নবাবগঞ্জে এক রাতে ৫টি গরু চুরি নিরব প্রশাসন

প্রকাশিত : ২৯ জুন ২০২৫, রাত ৯:৫১ আপডেট : ২৯ জুন ২০২৫, রাত ১১:৪৬

দিনাজপুরের নবাবগঞ্জে এক রাতে ২ জনের বাড়ি থেকে ৫টি গরু চুরি হয়েছে। 

ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাঁচদহ গ্রামে। জানা যায়, ওই গ্রামের রমজান আলীর বাড়ি থেকে ৩ টি এবং পারভেজুল ইসলামের বাড়ি থেকে ২ টি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। গ্রামবাসী জানায়, তাদের গ্রামের পাশে দাউদপুর ইউনিয়নের শিবপুর মৌজায় করতোয়া নদীর চরে অপ্রতিরোধ্য একটি জুয়ার আসর নিয়মিত বসে থাকে।

আসরটি প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। যেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে জুয়াড়ু–রা মাইক্রোবাস ও মটরসাইকেলে করে জুয়া খেলার জন্য আসে। খেলোয়াড়রা কাঁচদহ বাজার এলাকায় নিরাপদে তাদের ওই সব যানবাহন রেখে আসরে যায়। স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই জানলেও সেটি কেউ বন্ধ করার কোন ব্যবস্থা হয় না।