বোচাগঞ্জ

সাধক চন্দ্র রায় হত্যার আসামি গ্রেফতার, আলামত জব্দ

প্রিন্ট
সাধক চন্দ্র রায় হত্যার আসামি গ্রেফতার, আলামত জব্দ

প্রকাশিত : ২৮ জুন ২০২৫, সন্ধ্যা ৮:০০



দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর থেকে সাধক চন্দ্র রায়ের মরদেহ উদ্ধারের তিন দিনের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মনোদ্বীপ রায় (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গ্রেফতার মনোদ্বীপ রায়কে নিয়ে ঘটনাস্থলে আলামত উদ্ধারে যান পুলিশ সুপার মারুফাত হুসাইন।  

এসময় মনোদ্বীপ রায়ের দেখানো স্থান থেকে সাধক রায়ের ব্যবহৃত মোটর সাইকেল এবং হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ।

এর আগে ২৫ জুন উপজেলার বেদাহার এলাকার উৎপল রায় বুলু চেয়াম্যানের মাছ চাষের পুকুর থেকে সাধক চন্দ্র রায়ের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার মনোদ্বীপ রায়(২০) বোচাগঞ্জের ২ নম্বর ঈশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের তপন কুমার রায়ের ছেলে।

টাকায় ধারের বিষয়টি মনোদ্বীপ রায়ের পরিবারকে জানানোর ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন।

জানা গেছে, সাধক চন্দ্র ও মনোদ্বীপ রায় বন্ধু ছিলেন। ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্র রায়ে কাছে এক হাজার টাকা লাভের বিনিময়ে এক মাসের জন্য ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন মনোদ্বীপ। কিন্তু ধারে টাকা নেয়ার গোপন বিষয়টি অভিভাবককে জানিয়ে দেওয়ায় তাকে মারার পরিকল্পনা করেন মনোদ্বীপ। পরিকল্পনা অনুযায়ী গত ২৫ জুন রাতে সাধককে মোবাইল ফোনে স্থানীয় বেদাহার এলাকায় উৎপল রায় বুলু চেয়াম্যানের মাছ চাষের পুকুর পাড়ে ডেকে নেয় মনোদ্বীপ রায়। বাক বিতন্ডার এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে সাধক চন্দ্র রায়ের মাথায় করেন। 

মৃত্যু নিশ্চিত করে সাধকের মরদেহটি পুকুরে ফেলে আত্বগোপনে ঠাকুরগাঁওয়ে পালিয়ে যান মনোদ্বীপ। পরে মরদেহটি পুকুরে ভেসে উঠলে তা উদ্ধার করে বোচাগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা।


বিষয়টি বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার নিশ্চিত করেছেন।