ছবি : হিলি সীমান্তে পতাকা বৈঠকে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের পরে এমএম আল আমিন(৩৮) ও মোঃ সুমন (২০) আটক দুই বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (১৭ জুন) রাত ৯ঃ ৪৫ মিনিটের দিকে বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কিশোরকে বিজিবির হাতে ফেরত দিয়েছে বিএসএফ।
বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে রাত ১১ঃ ৩০ মিনিটের দিকে নিশ্চিত করেছেন হিলি সিপি বিওপি ক্যাম্পর কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারক।
আটক দুই বাংলাদেশী এম এম আল আমিন (৩৮) সাভার এলাকার এম এম ইব্রাহিম দুলালের ছেলে। আর মোঃ সুমন (২১) পাহাাড়পুর, দিনাজপুর সদর এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৬ জুন অনুমানিক ১৭ঃ ঘটিকার সময় হিলিসিপি বিওপি র দ্বায়িত্বপূর্ন এলাকা থেকে প্রায় ২৫ কিঃ মিঃ ভারত অভ্যান্তর থেকে দুই বাংলাদেশী নাগরিককে আটক করে বিএসএফ।
সূত্র আরো জানায়, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য পতাকা বৈঠকের আহবান জানান বিএসএফ। পরে বিএসএফ কতৃক আটক ব্যক্তিদের জাতীয় পরিচয় পত্র স্থানীয় ব্যক্তি ও জনপ্রতিনিধির মাধ্যমে যাচাই বাছাই নিশ্চিত করা হয়েছে। এরপর আটকৃত বাংলাদেশী নাগরিককে শনিবার ২১ঃ ৪৫ মিনিটে বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কতৃক বিজিবির নিকট হস্তান্তর করেন। আটককৃত বাংলাদশী নাগরিক অবৈধ ভাবে সীমান্ত অনুপ্রবেশের দ্বায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যে কোন অবৈধ অনুপ্রবেশ/পুশইন প্রতিরোধে জয়পুরহাট ব্যাটালিয়ান (২০ বিজিবি) এর তৎপরতা অবহ্যাত রয়েছে।
মতামত