নবাবগঞ্জ

‘ভাড়াটিয়া’ কাউকে বিএনপির সদস্য ফরম দেবেন না : নবাবগঞ্জে ডাঃ জাহিদ হোসেন

প্রিন্ট
‘ভাড়াটিয়া’ কাউকে বিএনপির সদস্য ফরম দেবেন না : নবাবগঞ্জে ডাঃ জাহিদ হোসেন

ছবি : ‘ভাড়াটিয়া’ কাউকে বিএনপির সদস্য ফরম দেবেন না : নবাবগঞ্জে ডাঃ জাহিদ হোসেন


প্রকাশিত : ২৮ জুন ২০২৫, সকাল ৭:৩৭ আপডেট : ২৮ জুন ২০২৫, সকাল ৭:৪০

ভাড়াটিয়া’ কাউকে বিএনপির সদস্য ফরম না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যে লোকটা ১৭ বছর ধরে কষ্ট করেছেন, সেই লোকটাকে মূল্যায়ন করবেন, কোনো অবস্থাতেই ভাড়াটে কাউকে নয়।

শুক্রবার বেলা ১১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাহিদ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ইউনিয়ন বা ওয়ার্ডে কে সদস্য নবায়ন ফরম নিচ্ছেন, তা লেখা থাকবে। যাঁকে ইচ্ছা তাঁকে ফরম দেবেন, তা হবে না। ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিকে ফরম দেবেন। কিন্তু বিএনপির লোক হতে হবে।’

উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম। এটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্চালনায় ইকবাল হোসেন।

জাহিদ হোসেন বলেন, ‘নতুন সদস্য এবং সদস্য নবায়ন, এটি সঠিকভাবে করবেন। এতে আপনার দল সঠিকভাবে চলবে। এটি সঠিকভাবে করবেন না, আপনার দলও সঠিকভাবে চলবে না। তখন সুযোগসন্ধানীরা তাঁদের সুযোগ নেবেন। এই কাজটা দয়া করে করতে দেবেন না।’

যাঁরা অত্যাচার, নির্যাতন, মামলা-মোকদ্দমা দিয়েছেন, তাঁদের দলে না নেওয়ার কথা জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘কোনো দল করেন না, ভালো বলে সুপারিশ আছে, স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজে বা পাড়ার প্রভাবশালী মানুষ—এসব মানুষ যদি সদস্য হতে চান, আর আপনারা যদি মনে করেন তাঁকে দলে নেওয়া উচিত, তাহলে সদস্য করতে পারবেন। কিন্তু সেটি উপজেলা কমিটি আগে যাচাই-বাছাই করে দেখবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির জেলা শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ২ নম্বর বিনোদনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, সহসভাপতি আতিকুর রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।