বীরগঞ্জ

বীরগঞ্জে জমির সীমানা নিরসনের বৈঠকে মেম্বার কর্তৃক ইউপি চেয়ারম্যান লাঞ্ছিতের অভিযোগ

প্রিন্ট
বীরগঞ্জে জমির সীমানা নিরসনের বৈঠকে মেম্বার কর্তৃক ইউপি চেয়ারম্যান লাঞ্ছিতের অভিযোগ

ছবি : ইউপি সদস্য হানিফের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ


প্রকাশিত : ২৭ জুন ২০২৫, সন্ধ্যা ৭:৫২

দিনাজপুরের বীরগঞ্জে জমির সীমানা নিরসনে বৈঠকে মেম্বার কর্তৃক ইউপি চেয়ারম্যানকে লঞ্ছিত করার ঘটনার অভিযোগ উঠেছে। একইসাথে বৈঠকে একজনকে মারধোর ও চুরির ঘটনায় ইউপি মেম্বারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

গতকাল মারপিট চুরির ঘটনায় ফরিদ আলী বাদী হয়ে এজাহার করলে মামলা রেকর্ড করা হয়, যার নম্বর ২২।

জানা যায়, দিনাজপুর বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: আনিসুর রহমান আনিসের সাথে ওই ইউনিয়নের নম্বর ওয়ার্ড মেম্বার আবু হানিফের দীর্ঘদিন থেকে বিরোধ লেগে আছে।

গতকাল ২৬ জুন' ২৫ সন্ধ্যার পর খলসী বাজার সংলগ্ন ইউপি সদস্য হানিফের বাড়ির পাশে বাবুল দুলুর জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য দিনব্যপী জমি পরিমাপের পর উঠান বৈঠক বসে। আবু হানিফ সেখানে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস কে চলমান বৈঠকে অশ্লীল আশ্রাব্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য ধেয়ে এলে চেয়ারম্যানের সমর্থকদের অনেকের বাঁধার মুখে পিছু হটতে বাধ্য হয়। ইউপি সদস্য হানিফ এসময় এলাকাবাসীর সহযোগিতায় চেয়ারম্যানকে অবরুদ্ধ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। কিন্তু হানিফ, তার স্ত্রী রোজিনা ছেলে রজিবুল চেয়ারম্যানের সমর্থক ফরিদ আলী নামে এক জনকে মারপিট করে তার পকেট থেকে ২৫ হাজার ইউপি চেয়ারম্যানকে আটকে রেখে তার পকেটের ৭৫ হাজার টাকা নেয়।

এদিকে ইউপি আবু হানিফ কর্তৃক আনিস চেয়ারম্যান লাঞ্ছিত ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে শত শত নেতাকর্মী সমর্থক সেখানে হাজির হয়ে তাকে উদ্ধার করে সাথে নিয়ে মিছিল বের করে। মিছিলটি গেটে এসে বিক্ষুব্ধ জনতা ইউপি সদস্য হানিফের বিরুদ্ধে বিভিন্ন প্রকার স্লোগান সহ তাকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষুদ্ধ জনতা বক্তারা আবু হানিফ নানান অপকর্মের হোতা এবং তার এলাকার মানুষকে অহেতুক হয়রানি করার অভিযোগ করেন। এ সময় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন সরকার, ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এএসআই সিরাজুল আওলাদ সুমনসহ দায়িত্বরতরা শান্ত করার চেষ্টা করে।

পরে উপস্থিত বিপুল সংখ্যক জনতাকে শান্তনা দিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু, ফজলে আলম শাহীন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, যুবদলে সিনিয়র যুগ্ন আহ্বায়ক,আব্দুল জব্বার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, আরিফ মাসুম পল্লবসহ অন্যান্যরা।

এই ঘটনায় ফরিদ আলী বাদী হয়ে ইউপি সদস্য আবু হানিফকে প্রধান অভিযুক্ত করে বীরগঞ্জ থানায় মামলা করে। রাতেই পুলিশ অভিযুক্ত হানিফের বাসায় অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।