দিনাজপুর

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রিন্ট
দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ছবি : দিনাজপুর : পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী


প্রকাশিত : ২৫ জুন ২০২৫, সন্ধ্যা ৬:৪০

প্লাস্টিক দূষণ আর নয় এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালী, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০ দিনাজপুর জেলা প্রশাসক কায্যালয়ের সামনে থেকে এক বনাঢ্য র‌্যালী বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ।

দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতী রানী সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মলিন মিয়া। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, পরিবেশের একমাত্র শত্রু প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। তাহলেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। পরিবেশের যে সকল আইন রয়েছে, সেগুলো মানলেই পরিবেশ রক্ষা করা সম্ভব। পাশাপাশি প্লাস্টিকের বদলে কাগজের বা সমজাতীয় দ্রব্যের ব্যবহার বাড়াতে হবে। সচেতনতাই এই দিবসের মুল লক্ষ্য।

বক্তারা আরো বলেন, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষনা দিয়েছেন দেশে ২ কোটি গাছ রোপন করা হবে। সেই ঘোষনাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। একটি গাছ কতর্ন করা হলে দুটি গাছ রোপন করতে হবে। অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।