ছবি : শস্যবৃত্তের দায়িত্ব হস্তান্তর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
'নতুন চিন্তা, নতুন সৃষ্টি। কৃষির স্বপ্নে শস্যবৃত্তের সৃষ্টি' স্লোগানকে সামনে রেখে গত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে যাত্রা শুরু করে কৃষি বিষয়ক সংগঠন শস্যবৃত্ত। অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ এবং কৃষকদের যেকোন সমস্যায় পাশে থাকার অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করে নতুন এই সংগঠনটি।
যাত্রা শুরুর পর আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর, কর্মপরিকল্পনা উপস্থাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। বেঙ্গল এগ্রো টেকের সহযোগিতায় বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫ টায় কৃষি অনুষদ ভবনে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু হাসান, অধ্যাপক ড. হাফিজুর রহমান হাফিজ এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মহিদুল হাসানসহ সংগঠনটির অন্যন্য সদস্যরা।
এসময় অধ্যাপক ড. মহিদুল হাসান তাঁর বক্তব্যে বলেন, কৃষিকে আনন্দময় করা এবং কৃষকদের পাশে থাকার স্বপ্ন নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু। আমাদের মূল লক্ষ্য কৃষকদের মাঝে আমাদের অর্জিত জ্ঞানকে সহজেই ছড়িয়ে দেয়া। কৃষকরা যেনো আমাদের ওপর ভরসা করতে পারে সেই জায়গাটি আমাদের তৈরি করতে হবে। এজন্য সবার আগে আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, কৃষকদের সমস্যাগুলো অনুধাবন করতে হবে। তারপরই আমাদের পক্ষে কৃষকদের পাশে থাকা সম্ভব হবে। আমি আশা করবো এই সংগঠনের প্রতিটি সদস্য দেশের কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
কৃষি এবং কৃষকদের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে শস্যবৃত্তের সভাপতি আখিরুজ্জামান সৌরভ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নানাভাবে আমরা কৃষকদের সহায়তা করার চেষ্টা করেছি, আমাদের সদস্যদের মানোন্নয়নে কৃষি বিষয়ক সেমিনার এবং কর্মশালার আয়োজন করেছি। ভবিষ্যতেও বৃক্ষমেলার আয়োজন করা সহ নানারকম কর্মপরিকল্পনা আমাদের আছে। আশা করি সফলভাবে তা সম্পন্ন করতে পারবো।
মতামত