ছবি : আমারদেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে পার্বতীপুরে মানববন্ধন
আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন হয়েছে।
সোমবার সকাল ১১ টায় স্থানীয় শহীদ মিনার রোড সংলগ্ন সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। আমার দেশ পত্রিকার পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন এর সভাপতিত্বে ও মাই টিভির পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দৈনিক আমারদেশ পত্রিকার রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী, উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারী আবু সায়েম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুলসহ সংশ্লিষ্টরা।
মানববন্ধনে দায়েরকৃত মামলার প্রতিবাদের পাশাপাশি মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারসহ আওয়ামী লীগের দোষর মামলার বাদীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কমনা করেন সাংবাদিকরা।
এসময় এশিয়ান টিভির প্রতিনিধি জাকারিযা হোসেন, দেশ রুপান্তরের সোহেল সানি, দৈনিক ইত্তেফাকের বদরুদ্দোজা বুলু, দৈনিক নিরপেক্ষের মহসিন আলী, দৈনিক কালবেলার মিলন পারভেজ, দৈনিক আমাদের কন্ঠ মজনু সরকার, দৈনিক রুপালী বাংলাদেশ মোস্তাকিম সরকার, দৈনিক প্রতিদিনের সংবাদের আল মামুন মিলন প্রমুখ।
মতামত