দিনাজপুর

বাসায় চলতো মাদক ও দেহ ব্যবসা; নারীসহ ১০ জন গ্রেফতার

প্রিন্ট
বাসায় চলতো মাদক ও দেহ ব্যবসা; নারীসহ ১০ জন গ্রেফতার

প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৫, সন্ধ্যা ৭:১২

দিনাজপুরে একটি বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় চার নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুই হাজার পিস ইয়াবাসহ নগদ অর্থ ও মোবাইলফোন জব্দ করা হয়। ওই বাড়ীতে দীর্ঘদিন নারীদের দিয়ে দেহ ব্যবসার পাশাপাশি মাদকের ব্যবসা চালানো হতো বলে জানিয়েছে পুলিশ।  

শনিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় দিনাজপুর কোতয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। 

এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় আহম্মেদ তানভির হুদা সুষমের বাসায় অভিযান চালায় পুলিশ। 

গ্রেফতাররা হলেন- পাহাড়পুর এলাকার মৃত নুরুল হুদার ছেলে মেডিসিন মার্টের স্বত্বাধিকারী আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), কাহারোল উপজেলার গড়নরপু গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে বিষ্ণু রায় (২৬), একই উপজেলার পূর্ব সাদিকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (৩৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বোধ পালিগা গ্রামের আবুল হোসেনের ছেলে পারভেজ আলম রাজু (২১), দিনাজপুর শহরের পুলহাট মাঝিপাড়ার ফজলুর রহমানের ছেলে শামিম হোসেন (৪৫), ঈদগাহ আবাসিক এলাকার মৃত সামসুর রহমানের ছেলে গোলাম মোহাম্মদ মমতাজুর রহমান রাজ (৩২)। 

কোতোয়ালি থানার ওসি জানান, গ্রেফতার আহম্মেদ তানভির হুদা সুষম দীর্ঘদিন ধরে তার বাসায় নারীদের দিয়ে দেহ ব্যবসা করাতো। পাশাপাশি সে বাসায় ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে । শুক্রবার মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করায়। এসময় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় চার নারী ও ছয়জন পুরুষকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা বাজারমূল্য ৮ লক্ষ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ১২ হাজার ৪৫০ টাকা, নয় টি মোবাইল ফোন, দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।